রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৪ pm
ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ায় বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে খেলা শুরু করা যায়নি।
সোমবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি নামে। ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। সূর্যের দেখা মেলেনি এখনো, তবে ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে সুপারসপার, ব্লোয়ার নিয়ে ব্যস্ত দেখা গেছে গ্রাউন্ডসম্যানদের।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মাঠ পর্যবেক্ষণে নামবেন আম্পায়াররা। এরপরই আসবে খেলা শুরুর সিদ্ধান্ত। অবশ্য এর মধ্যে আবার বৃষ্টি নামলে স্বাভাবিকভাবেই আবার পিছিয়ে যাবে খেলা।
প্রথম দুই দিন ঠিকঠাক খেলা হলেও রোববার থেকেই বাগড়া বাধায় বৃষ্টি। প্রথম সেশনে খেলা হতে পারে মাত্র ৪৪ মিনিট, এরপর ফিরে ফিরে এসেছে বৃষ্টি। সব মিলিয়ে তৃতীয় দিন খেলা হয়েছে ৫৬.৩ ওভার।
মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টির কারণে অবশ্য খুশিই হওয়ার কথা বাংলাদেশের। অ্যান্টিগার পর সেন্ট লুসিয়া টেস্টেও হারের দ্বারপ্রান্তে টাইগাররা।
দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩২ রান। ওয়েস্ট ইন্ডিজকে আবার ব্যাটিং করাতে হলে আরও ৪২ রান প্রয়োজন টাইগারদের।
যদি ৪১ রান সংগ্রহ করার আগেই নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলামরা আউট হন তাহলে ইনিংস ব্যবধানে হারের লজ্জা পাবে টাইগাররা। সূত্র : যুগান্তর