রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৪ am
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রেমেনচুকের একটি ব্যস্ত শপিং মলে দিনে-দুপুরে বিমান দিয়ে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। এই হামলায় বহু মানুষ হতাহত হওয়ার শঙ্কা করা হচ্ছে।
প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি হামলার বিষয়ে বলেন, রাশিয়ার মিসাইল ক্রেমেনচুকের একটি ব্যস্ত শপিংমলে হামলা চালিয়েছে। হামলার সময় শপিংমলটিতে ১ হাজারেরও বেশি মানুষ ছিলেন।
তিনি আরও বলেন, কল্পনাও করা সম্ভব না কতজন হতাহত হয়েছেন।
রাশিয়ার কাছ থেকে শিষ্টাচার এবং মানবিকতা আশা করা বৃথা, যোগ করেন জেলেনস্কি।
গণমাধ্যম আল জাজিরা ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল অফিসের বরাত দিয়ে জানিয়েছে, এখন পর্যন্ত দুইজন মানুষ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও ৯ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
ইকোনোমিস্টের সাংবাদিক অলিভার ক্যারল ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, ভয়ানক চিত্র।
তিনি টুইটে বলেছেন, ক্রেমেনচুকে ভয়ানক চিত্র। রাশিয়ার মিসাইল শপিংমলে আঘাত করেছে। যে মানুষটি ফোনে কথা বলছেন তিনি বলছেন: মানুষ বিল্ডিংয়ের ভেতর আছে। দেওয়ালগুলো ধসে পড়া শুরু হয়েছে। সূত্র : আল জাজিরা, দ্য গার্ডিয়ান