শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩৫ am
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
জোরপূর্বক সম্পত্তি আদায়ের মামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দায়পুকুরিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমানকেও কারাগারে পাঠানো হয়েছে।
রোববার চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলার ২৭ আসামিকে জামিন ও এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে সিআর ৩৮২/২০২০নং মামলায় দায়পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল, ৩নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমানসহ ২৯ আসামি আদালতে হাজির হন। এ সময় আসামিপক্ষের আইনজীবী মো. মিজানুর রহমান জামিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালতের বিচারক ২৭ আসামিকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
দায়পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল ও ৩নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ সময় আদালতে অনুপস্থিত থাকায় এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী মো. দেলওয়ার জাহান জানান, বাদী উপজেলার বাড়িতবাজারের হেরাজউদ্দিনের ছেলে আছাম উদ্দিনকে আটকে রেখে জোরপূর্বক ৫টি ব্যাংক চেকের পাতা এবং কয়েকটি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপ নেয়ার অপরাধে ৩০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়। মূলত বলপ্রয়োগে সম্পত্তি আদায়ের চেষ্টায় আসামিরা ব্যাংক চেক ও নন-জুডিসিয়াল স্ট্যাম্প হাতিয়ে নেন। আমলি আদালতে (শিবগঞ্জ) মামলাটি দায়ের করা হয়। ওই সময় আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতা পায় জেলা গোয়েন্দা পুলিশ।