রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৯ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিজেদের অর্থায়নে বহু কাঙ্খিত স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধনী দিনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক পৃথক আয়োজনে আনন্দ র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫ জুন সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে নাচোল ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য র্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়।
দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, ওসি তদন্ত আব্দুল ওহাব ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান বাবু।
অপরদিকে, সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে নাচোল মধ্যবাজারে স্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত সভাপতি আবুল হেসেন বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মধ্যদিয়ে দক্ষিণ অঞ্চলের মানুষের মনের আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। পদ্মা সেতু উদ্বোধনে বিশাল একটি স্মরণীয় দিন তাই আমরা আনন্দ মিছিল করেছি।
এ পদ্মা সেতু মংলা বন্দরসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলায় ব্যাপক শিল্প বিপ্লব ঘটাবে। এতে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, বেকারত্ব কমে যাবে এবং অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বী হবে। বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাচোল উপজেলা বাসীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন, নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ ঝালুখান ও সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আহমেদুজ্জোহা পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমসহ আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতা-কর্মীগণ। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বহু কাংখিত পদ্মাসেতু বাস্তবায়িত হওয়ায় দোয়া মোনাজাত করা হয়। আজকের তানোর