মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:৪৫ pm
অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন দেশের ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরির ঘটনায় জড়িত উত্তর কোরিয়ার তিন হ্যাকারকে অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট।
পার্ক জিন হিয়ক, জন চ্যাং হিয়ক ও কিম ইল নামের এই তিন হ্যাকার উত্তর কোরীয় সেনাবাহিনীর হয়ে হ্যাকিং কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলারসহ মোট ১.৩ বিলিয়ন ডলার চুরির অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়া বন্দুকের পরিবর্তে কীবোর্ড ব্যবহার করে বিভিন্ন দেশের ভার্চুয়াল মুদ্রা চুরি করেছে। গত সাত বছরের বেশি সময় ধরে এই তিন গোয়েন্দা কর্মকর্তা হ্যাকিং করে আসছেন। পার্ক জিন হিয়ক গ্রুপটির অন্যতম হোতা হিসেবে পরিচিত। তিনি কম্পিউটার প্রোগ্রামার।
যুক্তরাষ্ট্র বলছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির পেছনে পার্ক জিন হিয়ক গ্রুপটি জড়িত। পার্ক জিন হিয়কের নেতৃত্বে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সনি করপোরেশন ও ২০১৭ সালে বিশ্বজুড়ে ওয়ানাক্রাই ২.০ গ্লোবাল র্যানসমওয়্যার সাইবার আক্রমণ হয়।