শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৮ am
নিজস্ব প্রতিবেদক :
মসজিদ মিশন একাডেমীর লোগো থেকে উঠে গেল কুরআনের আয়াত। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নব মোড়ক উম্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ড. শিরিন শরমিন চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন। নব লোগেতে রয়েছে গোলাকার বৃত্তে বই এবং কলম। উল্লেখ্য পূর্বের লোগেতে ছিল চাঁদ- তারা খচিত মিনারের সাথে কুরআনের আয়াত ”ইকরা বিসমি রব্বি কাল্লাজি খলাক”। অর্থ ’পড়
তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন’। ১৯৮২ সালে নগরীর সাহেববাজার বড়কুঠি সড়কে স্থাপিত হয় জিলা মসজিদ মিশনের উদ্যোগে মসজিদ মিশন একাডেমী। এর প্রতিষ্ঠাতা সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের বিভাগের শিক্ষক অধ্যাপক নুরুল ইসলাম জানান, ইসলামী এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে এখানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পড়া-লিখা করে থাকে।
নগরীতে রয়েছে এর ২টি শাখা। শিরোইলে রয়েছে বালিকা শাখা। প্রতি বছর এখান থেকে পিইসি, জেএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করে । আর এসএসসি এবং এইচএসসিতে উল্লৈখযোগ্য হারে
জিপিএ-৫ পেয়ে বের হন ছাত্র- ছাত্রীরা। দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এখানথেকে পাশ করা শিক্ষার্থীরা। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রক্তন শিক্ষক এবং শিক্ষার্থীরা জানান, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি কুরআনের আয়াত খচিত লোগোটি কোন রাজনৈতিক দলের নয়। ’পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন’ বাক্যটি সার্বজনিন এর কোন পরিবর্তন দরকার ছিল না। আজকের তানোর