সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:২৫ am
ক্রীড়া ডেস্ক : এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পূর্ব এশীয় দলগুলোর নকআউট পর্বের আয়োজন করবে জাপান। মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সোমবার এ কথা জানিয়েছে।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানায়, বিলম্বিত আসরের পূর্ব জোনের শেষ ষোলর কোয়ার্টার ও সেমিফাইনালের ম্যাচগুলো সিঙ্গেল লিগ পদ্ধতিতে আগামী আগস্টে অনুষ্ঠিত হবে। পূর্বের প্রথম নকআউট পর্ব অনুষ্ঠিত হবে সাইতামায়। এটি রাজধানী টোকিওর কিছুটা বাইরে অবস্থিত।
অপরদিকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দল নিয়ে গঠিত ওয়েস্ট জোনের নক আউটের খেলা ২০২৩ সালের আগে অনুষ্ঠিত হবে না। ম্যাচের ভেন্যুও এখনো চূড়ান্ত হয়নি।
পূর্ব জোনের ড্র অনুযায়ী দক্ষিন কোরিয়ার দুই প্রতিদ্বন্দ্বি দায়েগু এফসি ও জিওনবুক মোটরস লড়বে যথাক্রমে থাইল্যান্ডের পাথুম ইউটিডি ও হংকংয়ের কিচির বিপক্ষে।
অল জাপান ম্যাচে মুখোমুখি হবে আন্দ্রেস ইনিয়েস্তার ভিসেল কোবে ও ইয়কোহামা এফ মারিনোস। মালয়েশিয়ার জোহর দারুল তাজিম প্রতিদ্বন্দ্বিতা করবে জাপানের আরেক দল উরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে। এই প্রতিযোগিতাটি ফাইনাল পর্যন্ত পুর্ব ও পশ্চিম জোনে বিভক্ত।