রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:১৮ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে দিন-দুপুরে প্রকাশ্যে রাস্তার সরকারি ৫টি গাছ চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার ও তার কয়েকদিন আগে উপজেলার বাধাইড় ইউপির জুমারপাড়া মুল রাস্তার পাশে এসব গাছ চুরির ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, সম্প্রতি গেলো শনিবার বিকেলের দিকে তানোর-আমনুরা রাস্তার জুমারপাড়া মোড়ের পশ্চিমে তরতাজা শালগাছ কাটেন কয়েকজন শ্রমিক। সেখানেই ছিলেন গাছ কাটার হুকুম দাতা জুমারপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র বাবুল মোস্তফা।
তিনি জানান, রাস্তার ধারে হলেও আমার জমির সীমানার মধ্যে গাছ কাটছি। আমি কেন অনুমতি নিব। নিজের গাছ কাটতে সরকারের অনুমতি লাগবে? এটা কি সরকারের গাছ। বলে দম্ভোক্তি প্রকাশ করেন তিনি।
স্থানীয়রা জানান, উপজেলার বাধাইড় ইউপি মারাত্মক খরা প্রবণ এলাকা। কর্তৃপক্ষ এসব এলাকায় বেশি বেশি গাছ রোপন করতে বলছেন। আর বাবুল মোস্তফা ও কাশেম দেদারসে গাছ কেটে পরিবেশের ক্ষতি করছেন। গাছ রক্ষা করার জন্য সরকার আইন করেছেন। এমনকি নিজের গাছ কাটতে হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
কিন্তু আইনের প্রয়োগ না থাকার কারণে গাছপালা বন জঙ্গল দেদারসে উজাড় হলেও রহস্যজনক কারণে নীরব কর্তৃপক্ষ। এজন্য গাছ খেকোরা খেয়েই চলেছেন সরকারি গাছ।
এব্যাপারে উপজেলার মুন্ডুমালা ভুমি অফিসের তহসিলদার রবিউল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তিনি অবগত নন।। এসিল্যান্ড সারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের তানোর