মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪৪ pm

সংবাদ শিরোনাম ::
দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
হাইকোর্টেও জামিন পায়নি আমান গ্রুপের সেই ৩ ভাই

হাইকোর্টেও জামিন পায়নি আমান গ্রুপের সেই ৩ ভাই

ডেস্ক রির্পোট : দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ আমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং দুই পরিচালককে ঋণ প্রতারণা ও জালিয়াতির মামলায় জামিন দেননি হাইকোর্ট।

গত ২৩ মে থেকে আমান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পরিচালক তৌফিকুল ইসলাম ও পরিচালক শফিকুল ইসলাম রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন। আদালতের নির্দেশ না থাকায় জেল কর্তৃপক্ষ তাদের তিন ভাইকেই সাধারণ হাজতির মধ্যে ও একজনকে সেলে রেখেছেন বলে কারাগার সূত্রে জানা গেছে।

রাজশাহী মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম আরও জানান, আমান গ্রুপের মালিক তিন ভাই গত সপ্তাহে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন। তবে জানা গেছে, হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করেননি। রাজশাহীতে এ সংক্রান্ত নথিপত্র এলে বিস্তারিত জানা যাবে।

মহানগর পিপি আরও জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে মামলার পরবর্তী দিন ধার্য আছে। ধার্য তারিখে তারা আবার জামিন চেয়ে আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা ব্যাংকের ৮৮ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় আমান গ্রুপের তিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন রাজশাহী মুখ্য মহানগর হামিকের আদালত। গত ২৩ মে এ মামলায় জামিন নিতে রাজশাহীর অতিরিক্ত সিএমএম আদালতে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে রাজশাহীর অতিরিক্ত সিএমএম রেজাউল করিম, আমান গ্রুপের চেয়ারম্যান ও দুই পরিচালকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমান গ্রুপের তিন কর্ণধার পরস্পর ভাই। তারা চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা।

রাজশাহী মহানগরীর সাগরপাড়ায় আমান গ্রুপের বিকল্প করপোরেট দপ্তর রয়েছে। ঢাকার উত্তরায় আমান গ্রুপের করপোরেট অফিস। রাজশাহী ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ সিরাজগঞ্জনসহ দেশের বিভিন্ন জেলায় আমান গ্রুপের অধীন ২২টি শিল্প কারখানা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২৩ মে কারাগারে যাওয়ার পর গত ২৯ মে আমান গ্রুপের তিন মালিকের জামিন চেয়ে আবেদন করা হলেও রাজশাহীর অতিরিক্ত সিএমএম রেজাউল করিম পুনরায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিকে গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে জামিনের আবেদন করেন তারা। কিন্তু হাইকোর্ট তিনজনের জামিন মঞ্জুরের আদেশ না দিয়ে নথি নিম্নআদালতে জামিনসংক্রান্ত বিষয়টি নিষ্পত্তির জন্য নথি পাঠিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার তারেক কামাল রোববার যুগান্তরকে বলেন, সিআইপি হলেও আদালতের নির্দেশনা না থাকায় আমান গ্রুপের তিন মালিককে সাধারণ হাজতির মর্যাদায় কারাগারে রাখা হয়েছে। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.