মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৯ am

সংবাদ শিরোনাম ::
বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি চালকরা দাবি আদায়ে রাস্তায়, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি
জমি সরকারের বাণিজ্য সেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিনের

জমি সরকারের বাণিজ্য সেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিনের

আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক : জমিগুলো সরকারের হলেও কেনাবেচা করছেন সেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন। খাস জমি তারপরও অদৃশ্য ক্ষমতায় শাহাবুদ্দিন গরীব অসহায় ব্যক্তিদের বাড়ি করে দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে ।

টাকা নিয়ে কাউকে জমি দিয়েছেন আবার অনেকের সাথে করেছেন প্রতারণা বলেও একাধিক অভিযোগ রয়েছে। একজন সচেতন শিক্ষিত ব্যক্তি যদি সরকারের জমি নিয়ে গরীব মানুষের সাথে প্রতারণা করেন, তাহলে কি বলার আছে। তবে, তিনি অতীতে এসব করতেন না। কিন্তু চেয়ারম্যান আতাউর রহমানের সাথে সখ্যতা গড়ে তুলে ভূমিদস্যুতায় পরিণত হয়েছেন তিনি।

রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির গোয়ালপাড়া গ্রামের পূর্বদিকে জমি দখল কেনা বেচার ও টিনসেড ঘর তৈরির ঘটনা ঘটে রয়েছে। আর এসব বিষয়ে চেয়ারম্যান আতাউরকে বললেও কোন গুরুত্ব দেন না তিনি। বরং বাণিজ্যের অংশ যায় তার কাছে। চেয়ারম্যান যদি ভাগ না খান তাহলে প্রতিবাদ হত। ফলে চেয়ারম্যানের অর্ধশত দালাল থেকে মুক্তি চায় জনসাধারণ।

জানা গেছে, উপজেলার বাধাইড় ইউপির গোয়ালপাড়া গ্রামের সাইফুল ইসলামের পুত্র শাহাবদ্দিন ইসলাম।  তিনি দামি মোটরবাইক নিয়ে ঘোরেন ইউপির একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। কোথাই খাস ভিপি জমি রয়েছে এজন্য এলাকার সব প্রান্তেই তার সমান বিচরণ। কিন্ত্ত একজন মানুষের ভাল গুণ থাকলে যে বিচরণটা লক্ষ্য করা যায়, তিনি সেই গুনের অধিকারী নন। তার প্রধান কাজ এলাকার খাসজমির চেক নিজের নামে কেটে, বিনা চেকে সেই জমির পজিশন বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া। টাকা নিয়ে সালিশের রায় বাদি বা বিবাদীর পক্ষের মাধ্যমে সালিশ বাণিজ্য ইত্যাদি অন্যতম।

সরেজমিনে, ইউপির বাঁধাইড়, ঝিনাখৈর, ঘোলকন্দর, হরিসপুর, খাগড়াকান্দর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য উঠে এসেছে ভূমি গ্রাসকারী শাহাবুদ্দিনের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে শাহাবুদ্দিন  সমাজের স্বশিক্ষিত হতদরিদ্র ভুমিহীনদের রঙীন স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধভাবে খাস জমির পজিশন বিক্রি করেছেন। কিন্ত্ত দলিল করে দেবার কথা বলে টাকা নিলেও এখানো কাউকে কোনো কাগজপত্র দলিল করে দেননি। স্থানীয়রা বলছে, ঘর প্রতি দেড় থেকে দুই লাখ টাকা করে নিয়েছে সাহাবুদ্দিন।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি সরেজমিনে বাধাইড় ইউপির একান্নপুর মৌজার গোয়ালপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, ভুমিহীনরা যার যার পজিশনে টিন দিয়ে বসতঘর নির্মাণ করেছেন। এসময় গ্রামের ইলিয়াস আলীর পুত্র আব্দুল গাফ্ফর, সোলেমান আলীর পুত্র আবুল কালাম ও আবুল কালামের পুত্র আশরাফুল ইসলাম বলেন, শাহাবুদ্দিনের কাছ থেকে তারা জমি কিনেছেন। তাদের দু’একদিনের মধ্য দলিল করে দেয়ার কথা বলা হয়েছে। এসব ভাঁওতাবাজি কথা বলে টাকা নিলেও জমি রেজিষ্ট্রি করে দিচ্ছেন না। আজ নয় তো কাল এভাবে মাস হয়ে গেলেও খোঁজ মিলছে না শাহাবুদ্দিনের।

এবিষয়ে জানতে চাইলে শাহাবুদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব দুই নম্বর খাস তার নামে লিজ নেয়া আছে। তিনি কোনো টাকা পয়সা না নিয়ে বিনা টাকায় তাদের বসবাসের অনুমতি দিয়ে সমাজের উপকার করেছেন।

এবিষয়ে উপজেলার মুন্ডুমালা ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, দুই নম্বর খাস সম্পত্তির পজিশন বিক্রি বা সাব লীজ দেবার কোনো সুযোগ নাই। আজ রোববার অফিস থেকে লোক গিয়েছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.