শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০২ am
ডেস্ক রির্পোট : দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে কমেছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহ আগেও প্রতি কেজি মরিচ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরাতেও একইভাবে কমেছে দাম। সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
বৃহস্পতিবার হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
ক্রেতা মাজহারুল ইসলাম মানিক জানান, বাজারে সব কিছুর দাম বেড়েই চলেছে। গত সপ্তাহে মরিচের দামও খানিকটা বেড়েছিল। আজ কিছুটা কমেছে। বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে। যার জন্য বেশি করেই কাঁচামরিচ কিনলাম।
কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ জানান, কাঁচামরিচের দাম প্রতিদিন ওঠানামা করে। তবে এখন অনেকটাই দাম কম। পণ্যের সরবরাহ ও চাহিদার ওপর দাম নির্ভর করে। কিছু দিন আগে গরম ও ঝড়-বৃষ্টির কারণে মরিচের উৎপাদন কমে যায়। আবার কৃষকরা জমি থেকে মরিচ তুলতেও পারেননি। এতে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গিয়েছিল। এখন সরবরাহ বেড়েছে, কমেছে দাম। আগে শুধু বগুড়া থেকে মরিচ আসত।
এখন জয়পুরহাট, পাঁচবিবি ও আশপাশের বিভিন্ন অঞ্চলে মরিচ উঠতে শুরু করেছে। এতে বাজারে আবারও সররবাহ বেড়েছে। এমন অবস্থা থাকলে সামনের দিনে দাম আরও কমবে বলে জানান তিনি। সূত্র : যুগান্তর