বুধবা, ০৯ অক্টোব ২০২৪, সময় : ০৯:১৭ am
অনলাইন ডেস্ক: প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৩২৩ টিতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন কমিশন। এই ধাপের ভোটের সঙ্গে দেশের নয়টি পৌরসভার ভোটও নেয়া হবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
সচিব জানান, ৪১টি ইউপিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট এবং নয়টি পৌরসভার সবগুলোতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। আগামী ২ মার্চের পর এসব ইউপি ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইতোমধ্যে এই ৩২৩ ইউনিয়ন পরিষদের তালিকাও চূড়ান্ত করেছে ইসি। স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে। আজকের তানোর