সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:২১ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ ম্যাচেও জয়লাভ করলো শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে রাজশাহী শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্টেডিয়ামে চতুর্থ খেলায় মোকাবেলা করে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ও ফাইটার্স রাজশাহী।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের স্কোর গড়ে তুলে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ।
দ্বিতীয়ার্ধে ১৬৯ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে মুক্তি সংঘ।
ফলে ২৮ রানের জয়ের দেখামেলে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের ব্যাটার সাকিবুল সবুজ। নির্ধারিত ১০ বল খেলে ২৩ রান করেন ও বল হাতে ২ উইকেট পান তিনি।
শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের কর্ণধর ও বিশিষ্ঠ সমাজ সেবক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বলেন, ধারাবাহিক জয়ে নিশ্চয় খুব ভালো লাগে। শ্বাসরুদ্ধকর ম্যাচে আজকের জয়েও আমাদের ঘরে আসায় আমরা উচ্ছাসিত।
সত্যিকার অর্থে আমাদের টিম একটি সাজানো গোছানো ও শক্তিশালী ফলে আগামীদিনেও আমাদের জয় হবে ইনশাআল্লাহ। আজকের তানোর