মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৬ am
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ৫২ কেজি ওজনের চারটি মাছ ৪১ হাজার ৬০০ টাকায় টাকায় বিক্রি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আড়ানী পৌর বাজারের গুড় হাটায় এ মাছ বিক্রি করা হয়।
জানা যায়, আবদুল মান্নান নামের এক মাছ ব্যবসায়ী চারটি মাছ ৩৫ হাজার টাকায় ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি ঘাটে ক্রয় করেন। এ মাছ চারটি তিনি বুধবার সকাল সাড়ে ১০ টায় আড়ানী পৌর বাজারে নিয়ে আসেন। এ সময় মাছ দেখার জন্য শত শত মানুষ ভিড় করতে থাকেন। পরে আজাম্মেল হকসহ স্থানীয়রা ৮০০ টাকা দরে ক্রয় করেন।
চারটি মাছের মধ্যে দুটি বোয়াল ও দুটি কাতলা মাছ ছিল। এর মধ্যে বোয়াল দুটির ওজন ২২ কেজি ও কাতলা দুটির ওজন ৩০ কেজি।
এ বিষয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রসুলপুর গ্রামের মৃত আবদুস সুবানের ছেলে মাছ ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, আমি দীর্ঘদিন থেকে মাছের ব্যবসা করি। আমার পিতাও মাছের ব্যবসা করতেন। নদের ঘাটে বড় মাছ পেলেই রাজশাহী অঞ্চলে নিয়ে আসি। এ মাছ চারটি বিক্রি করতে তেমন বেগ পেতে হয়নি। কমবেশি যাই হোক এ অঞ্চলের মানুষ বড় মাছ পেলেই ক্রয় করেন।
আড়ানী পৌর এলাকার আজাম্মেল হক বলেন, বড় মাছ দেখে আমরা কয়েকজন মিলে মাছ ক্রয় করে ভাগ করে নিয়েছি।
আজকের তানোর