মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫০ am
আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক : রাজশাহীর তানোরে সরকারি জায়গা দখল করে পাকা সিঁড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউপির মাদারীপুর মুল সড়কের পূর্বদিকে স্থানীয় বাসিন্দা হাজী মুকবুলের বিরুদ্ধে এমন সিঁড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় স্থানীয়রা মৌখিক অভিযোগ করলে কামারগাঁ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার নির্মাণ কাজ বন্ধ করে দেন। ফলে রাতের আধারে নির্মাণ কাজ হতে পারে বলেও আশঙ্কা স্থানীয়দের। এতে করে মার্কেট মালিক ও স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চৌবাড়িয়া যাবার রাস্তার পাশে মাদারীপুর বাজারের পূর্বদিকে রয়েছে হাজী মুকবুলের মার্কেট। সেখানে কয়েকজন মিস্ত্রি মার্কেটে প্লাসটারের কাজ করছেন এবং সিঁড়ি নির্মাণের জন্য রড বিছানো হয়েছে। এছাড়াও নিচে ঢালাই দেওয়া রয়েছে। মার্কেটের ঘরভাড়া নিয়ে ব্যবসা করছেন রেজাউল।
তিনি জানান, সেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল মজিদ সকালের দিকে টাকা দাবি করে। তার দাবিকৃত টাকা না দেবার কারণেতিনি তহসিলদারের মোবাইলে অভিযোগ করেন। মজিদ ও তার ভাই বাজারে কেউ কোন কিছু করতে লাগলে তাদেরকে টাকা দিতে হয়। তা না হলে অভিযোগ দিয়ে বেকায়দায় ফেলে টাকা কামাই করায় তাদের কাজ।
এরআগে রোকাবের ঘর নিয়ে মজিদ নানা খেলা করে মোটা অংকের টাকা নিয়েছেন। এছাড়াও বিপুলেরা মার্কেট করার সময় বাধাঁ দিয়ে টাকা আদায় করেন।
মুকবুলের মার্কেটে কীটনাশকের ব্যবসায়ী আনোয়ার জানান, আমার দোকানের উত্তর সাইড নিয়ে সিঁড়ি নির্মাণ করা হচ্ছে। তা নিজের জায়গা। কিন্ত মজিদ টাকা চাই। তার দাবিকৃত টাকা না দেবার কারণে অভিযোগ করেছেন।
মার্কেট মালিক হাজী মুকবুল হোসেন জানান, তিনি তো সরকারের জায়গায় সিড়ি নির্মাণ করেনি। এটা আমার নিজের জায়গা। তাহলে কাজ বন্ধ কেন জানতে চাইলে তিনি জানান, কাগজ দেখতে চেয়েছে তহসিলদার, নিয়ে এসেছি। এজন্য কাজ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, মার্কেট তার নিজের। কিন্তু সিঁড়ি নির্মাণ হচ্ছে সরকারি জায়গায়। সিঁড়ি নির্মাণ হলে রাস্তার প্রস্থ্য কমে যাবে। তখন অহরহ ঘটবে দুর্ঘটনা।
এব্যাপারে ধানুরা গ্রামের সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মজিদ জানান, আমি কেন টাকা নিব। তাদের জায়গা না সরকারের জায়গা তারা বুঝবে। আমার বিরুদ্ধে তারা অপপ্রচার করছে বলে জানান তিনি।
এবিষয়ে উপজেলার কামারগাঁ ইউনিয়ন অফিসের তহসিলদার আব্দুস সাত্তার জানান, অভিযোগ শোনার পর, লোক পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। পুনরায় কাজ শুরু করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। আজকের তানোর