সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪৩ am
আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকায় ক্ষুদে শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু গোলকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব’ গোলকাপ টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ জুন) রোববার মুন্ডুমালা পৌরসভার আয়োজনে দুইদিন ব্যাপি ফাইনাল খেলা মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলা শেষে স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের টফি দেয়া হয়। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু, কাউন্সিলর মিজানুর রহমান বুলবুল, পাঁচন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, মুন্ডুমালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান, ময়েনপুরের প্রধান শিক্ষক মঞ্জুয়ারা রানু। এসময় অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন মুন্ডুমালা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম শিশির। দুইদিন ব্যাপী ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট খেলায় পৌর এলাকার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এতে বঙ্গবন্ধু গোলকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়/২০২২ বালক পর্যায়ে চাম্পিয়ন হয়েছেন মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রার্নাস আপ হয়েছেন টেটনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়াও বঙ্গমাতা ‘ফজিলাতুন্নেছা মুজিব’ গোলকাপ টুর্নামেন্ট বালিকা পর্যায়ে চাম্পিয়ন হয়েছেন ময়েনপুর সরকারি প্রাথমিক ও রার্নাস আপ হয়েছে মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চাম্পিয়ন ও রানার্স আপ দের টফি তুলে দেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান। আজকের তানোর