রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫৯ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত বার্ষিক মেধা ও সাংস্কৃতিক/২২বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল ৪ টায় নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াদ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব আ হ ম আব্দুল্লাহ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান ও উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্ত্তী, নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ও মেহের আলী, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু ও সাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান।
নাচোল কল্যাণ ফাউন্ডেশন অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রাথমিক পর্যায়ে ‘কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি’ মোস্তাক হোসেন এবং শাহাদাতুর নেশা স্মৃতি বৃত্তি চতুর্থ শ্রেণীর প্রথম ফাহমিদা খাতুন, দ্বিতীয় মাহফুজ বিল্লাহ ও তৃতীয় আহাম্মদ বিন কাদের। মোহাম্মদ আলী স্মৃতি বৃত্তি ষষ্ঠ শ্রেণির প্রথম মিরাজুল ইসলাম, দ্বিতীয় সানজিদা রহমান হিমু ও তৃতীয় সারা কামাল জোহা।
তোফাজ্জল হক সাজ্জাদ সপ্তম শ্রেণীর স্মৃতি বৃত্তি প্রথম ইসরাত জাহান, দ্বিতীয় ফুয়াদ আরজু আল ইউনুস ও তৃতীয় আবু তোরাব ।মোজাম্মেল হক মাস্টার (মাক্তাপুর) স্মৃতি বৃত্তি নবম শ্রেণীর প্রথম মাহফুজা আনজুম, দ্বিতীয় সাদিয়া আফরিন প্রকৃতি ও তৃতীয় তাসমিনা খাতুন।
মাইনুল হক স্মৃতি বৃত্তি দশম শ্রেণীর প্রথম রাতুল রায়হান, দ্বিতীয় ফাতিহুল বারি ও তৃতীয় শিহাব আহম্মেদ ইমন। রেশমি আরা মেধাবৃত্তি (উম্মুক্ত) দশম শ্রেণীর প্রথম নাজলি আক্তার, দ্বিতীয় মুন্নিকা আক্তার ও তৃতীয় ইসরাত জাহান মল্লিকা এবং নাচোল কল্যাণ ফাউন্ডেশন মেধাবৃত্তি উচ্চমাধ্যমিকে প্রথম কাওসার আলী, দ্বিতীয় মাহফুজ আলম ও তৃতীয় রোকিয়া হাবিব বৃষ্টি।
বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক অতিরিক্ত সচিব আ হ ম আব্দুল্লাহ। আজকের তানোর