শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:১৬ am
শহিদুল ইসলাম নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে পড়ানোর দায়ে ইমামের ১ বছর ও মেয়ের পিতার ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা। এ ঘনায় পাইতালী গ্রামের বর নয়ন আলী (১৭) ও তার পিতা কাবাতুল্লাহ (৪০) পলাতক রয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর সোগুনা গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে মানিক (৪৫) তার মেয়ের বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অপরদিকে, ওই অপরাধের সাথে জড়িত থাকার দায়ে মৌলভী, খেসবা দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক আলিশাহপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪৮)কে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আজকের তানোর