মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১২:০১ am
আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক : রাজশাহীর তানোরে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন বিধি ও বিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খাঁন।
তানোর এসিল্যান্ড স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকী, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, পিআইও প্রকৌশলী তারিকুল ইসলাম, টিবিএম কলেজের অধ্যক্ষ অসিম কুমার সরকার, উপজেলার বাধাঁইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা নিরাপদ খাদ্য আইন বিষয়ে ভোক্তাদের সচেতন করবেন। আমি আশাকরি আপনারা নিরাপদ খাদ্য আইন বিষয়ে সচেতন। সেই সচেতনা সাধারণ ভোক্তাদের মাঝে প্রচার করবেন। বাজারে ভেজাল খাদ্য সরবরাহকারী যতই বড় হোক তাকে আইনের আওতায় আনা হবে এবং বাজারে সামান্য মুনাফার জন্য কৃত্রিম সঙ্কট তৈরি কারীদের তালিকা আমাদের কাছে রয়েছে।
তিনি আরও বলেন, যারা এসব করছেন তাদের ওই পথ থেকে ফেরৎ আসার আহবান জানান খাদ্য সচিব। এসময় উপজেলার বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ী ও হোটেল মালিকরা উপস্থিত ছিলেন। আজকের তানোর