রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৬ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (কেপিটিএল) সচেতনতা মূলক এই সভার আয়োজনে করে ।
পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) এর সহযোগিতায় বগুড়া থেকে রহনপুর ৪০০ কেভি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুর ১৩২ কেভি সঞ্চালন লাইনের আওতায় সামাজিক সচেতনতা মূলক কাজের অংশ হিসেবে এইচ.আই.ভি এইডস এস.টি.ডি এবং এস.টি.আই বিষয়ে সাধারণ জনগনকে অবহিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।
উল্লেখ্য থাকে যে, ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (কেপিটিএল) এই সচেতনতা মূলক কাজের বাস্তবায়ন করছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং নাচোল পৌরসভায় এই অনুষ্ঠান সম্পাদিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ ঝালু খান। এতে উপস্থিত ছিলেন, পিজিসিবির উপসহকারী প্রকৌশলী ইকবাল হোসাইন, আক্তার হোসেন ও মিজানুর রহমান এবং কেপিটিএলের সকল প্রকৌশলী সাদেক আলীসহ স্থানীয় জনসাধারণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া কর্মকর্তারা আরো জানিয়েছেন যে, উক্ত সামাজিক সচেতনতা মূলক কাজটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সঞ্চালন লাইনের প্রতিটি উপযোগী স্থানে চলমান থাকবে। আজকের তানোর