রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৪ pm
ক্রীড়া ডেস্ক : সকাল থেকে টানা বৃষ্টির কারণে স্থগিত হয়ে গেল কোক স্টুডিও বাংলার কনসার্ট। এর ফলে আর্মি স্টেডিয়ামে যাচ্ছে না বিশ্বকাপ ট্রফি। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় কনসার্ট শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল অবস্থার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। কিন্তু বৃষ্টি না কমায় শেষ পর্যন্ত কনসার্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।
কনসার্ট স্থগিতের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপ উপলক্ষে ৫৬টি দেশে ঘুরে ভেড়াচ্ছে সোনালী এই ট্রফি। এরই প্রেক্ষিতে ৩৬ ঘন্টার জন্য গত বুধবার বাংলাদেশে এসে পৌঁছায় ট্রফিটি। কাল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ভবন ঘুরে গতকাল বৃহস্পতিবার রেডিসন ব্লু হোটেলে সমর্থকদের ছবি তোলার জন্য রাখা হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত ভাগ্যবান ফুটবলপ্রেমিরা ট্রফির সঙ্গে ছবি তুলেন। এরপর বিকেলে কোকা কোলার আয়োজনে কোক স্টুডিওর কনসার্টে ‘ট্রফি’ প্রদর্শন করার কথা ছিল। কিন্তু প্রতিকূল অবস্থার কারণে তা আর হচ্ছে না। শুরুতে দুপুর দেড়টায় স্টেডিয়ামের গেট খোলার কথা ছিল। কিন্তু বৃষ্টি না কমায় প্রথম দফায় ৫টা এবং দ্বিতীয় দফায় ৭টার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেয়।
চলতি বছরে বাংলায় সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বলা হচ্ছিল এটিকে। কনসার্টে পারফর্ম করার কথা ছিল নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালন সহ কোক স্টুডি বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতার। সূত্র : এফএনএস