সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫২ pm
আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক :
অনুষ্ঠান ছিলো এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে বিদায় ও নবাগত শিক্ষার্থীদের ফুলের বদলে গাছ দিয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় অতিথিবৃন্দরা প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি পংকজ চন্দ্র দেবনাথ। এসময় প্রত্যেক শিক্ষার্থীদের হাতে তিনি একটি করে ফলজ বৃক্ষ উপহার সরুপ তুলে দেন। এতে কলেজ অধ্যক্ষ অসীম কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য মোকবুল হোসেন ও অভিভাবক সদস্য ছাড়াও ইউপি সদস্য সচিন্দ্র নাথ মাহাতো।
এসময় ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘গাছ হলো মানুষের পরম বন্ধু। তাই বেশী বেশী গাছ লাগালে যেমন পরিবেশ সুন্দর থাকবে তেমনি ফলজ গাছ থেকে আমরা টাটকা ফলের স্বাদ পাবো। তাই সকল শিক্ষার্থীকে বাড়িতে এই ফলজ গাছ লাগানোর জন্য তিনি আহ্বান জানান।
বুধবার সকাল সাড়ে ১০টায় তানোর পৌরসভা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বিদায়ী ৭৬ জন আর নবাগত ১২৪ জন শিক্ষার্থীদের দেয়া হলো ফলজ পেয়ারা, বাতাবীলেবু ও কতবেলের চারা গাছ। এছাড়া প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যদের মাঝেও ফলজ চারাগাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে ওসি কামরুজ্জামান মিয়া উপস্থিত সকল শিক্ষার্থীদের মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান।