সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২৮ pm

সংবাদ শিরোনাম ::
নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি
তানোরে শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা নিযে নিচ্ছেন হ্যাকাররা

তানোরে শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা নিযে নিচ্ছেন হ্যাকাররা

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা নিয়ে নিচ্ছেন হ্যাকাররা। এঘটনার প্রতিকার চেয়ে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দাযের করেছেন এক শিক্ষার্থীর পিতা।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামের পরিতোষ চন্দ্রের মেয়ে তালন্দ বালিকা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে পড়া অবস্থায় উপ-বৃত্তির জন্য মনোনিত হলে নগদ এর পক্ষ থেকে স্কুলে গিয়ে উপ-বৃত্তির জন্য তার বাবার মোবাইলে নগদ অ্যাকাউন্ট খুলে দেয়া হয়।

৬ ষ্ঠ শ্রেনী থেকে বর্তমানে পুজা ৭ ম শ্রেনীতে পড়ছেন। এ অবস্থায তার ক্লাশের অন্যরা উপ-বৃত্তির টাকা পেলেও পুজা উপ-বৃত্তির টাকা পাচ্ছেন না। এ অবন্থায় স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলে স্কুল কর্তৃপক্ষ জানায যে সকলের মত পুজাও নগদ একাউন্টের মাধ্যমে উপ-বৃত্তির টাকা অবশ্যই পাবে।

উপ-বৃত্তির জন্য দেয়া পিতার মোবাইল নিয়ে নগদ তানোর অফিসে যোগাযোগ করেন ওই ছাত্রীর পিতা পরিতোষ চন্দ্র। নগদ কর্তৃপক্ষ উপ-বৃত্তির জন্য দেয়া মোবাইল নম্বর যাচাই করে দেখেন উপ-বৃত্তির টাকা ওই একাউন্টে এসেছে।

কিন্তু শিক্ষার্থী পুজার উপ-বৃত্তির টাকা ০১৭৪৫-৪২২০০৮ নম্বর একাউন্টে আসা মাত্রই হাাকাররা ০১৯১০-১৭৮৮৪০ নম্বর মোবাইলে দফায় দফায় উপ-বৃত্তির ৪হাজার ৩ শ’ টাকা তুলে নিয়েছেন।

এবং দফায় দফায় ০১৮১০১৭৮৮৪০ এই নম্বরে তা ক্যাশ আউট দিয়ে পার করা হয়েছে। সর্বশেষ গত ২২ মে ২২শ’ টাকা ক্যাশ আউট দিয়ে পার করা হয়েছে।

ফলে, নিরুপাই পুজার পিতা এর প্রতিকার চেয়ে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে অভিযোগকারী তালন্দ বালিকা উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী পুজার পিতা পরিতোষ চন্দ্র বলেন, ওই স্কুলের আরো বেশ কয়েকজন শিক্ষার্থীরও একই অবস্থা তারা উপ-বৃত্তির টাকা পাচ্ছেন না। তিনি বলেন, স্কুলে গিয়ে নগদ কর্তৃপক্ষ থেকে ছাত্রীদের উপ-বৃত্তির জন্য অ্যাকাউন্ট খুলে দিয়েছেন।

তিনি বলেন, যারা স্কুলে গিয়ে ওই সব ছাত্রীদের নগদে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন তারা পার্সওয়ার্ড জানার সুবাদে ছাত্রীদের টাকা একাউন্টে আসার সাথে সাথেই হ্যাক করে তুলে নিচ্ছেন।

এব্যাপারে যোগাযোগ করা হলে তালন্দ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপ-বৃত্তির জন্য নগদ কর্তৃপক্ষ থেকে স্কুলে এসে শিক্ষার্থীদের তারা অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। কিন্তু উপ-বৃত্তির জন্য যোগ্যসম্পূর্ণ অনেক শিক্ষার্থী উপ-বৃত্তির টাকা পাননি এমন অভিযোগ শিক্ষার্থীরা জানিযেছেন।

তিনি বলেন, ছাত্রীদের মোবাইল থেকে টাকা কেউ উত্তোলন করে নিয়ে আমাদের কি করার আছে?, তবে, এমন গুরুতর বিষযে আমরা মাধ্যমিক শিক্ষা অফিসকে বিষয়টি অবহিত করে থাকি এবিষয়টাও জানিয়েছি বলেও জানান তিনি।

এব্যাপারে যোগাযোগ করা হলে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে প্রয়োজনীয ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি৷ আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.