বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:৩৯ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে দেলোয়ার হোসেন টনি (২৭) নামের এক রোগী ধরা দালালকে আটক করেছে পুলিশ। আটক দালাল নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার তারার ছেলে। আজ মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে রামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ এসআই মাহবুব রহমান জানান, মঙ্গলবার দুপুরে ওই দালাল চিকিৎসা নিতে আসা রোগীদের ধরে বাইরের নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকের তানোর।