রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪২ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস স্টাফ শামীম হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখা।
শুক্রবার ৩ জুন সকাল ১০টায় নাচোল বাসস্ট্যান্ডে বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শামীম হোসেনের হত্যা রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য দেন, মৃতের পিতা সামসুদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অলিউল হক, মহিলা বিষয়ক সম্পাদক রঞ্জন বর্মণ ও নির্বাহী সদস্য ফারুক হোসেন প্রমুখ ।
২৫ মে রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা কার্যালয়ের অফিস ঘরের জানালার গ্রিলের সাথে গলায় দড়ি পেচিয়ে রাখা শামীম হোসেনের লাশ পুলিশ উদ্ধার করে। পরে নাচোল থানা পুলিশ একটি ইউডি মামলা করেন।
বিষয়টি রহস্যজনক ভেবে শামীম হোসেনের পিতা সামসুদ্দিন বাদী হয়ে ৩১মে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নাচোল উপজেলা সমাজসেবা অফিসার আল গালিবকে প্রধান আসামি করে ৫/৬ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আবদুর রহমান ।
এ বিষয়ে নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। আজকের তানোর