শনিবর, ২১ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:৫৯ pm

সংবাদ শিরোনাম ::
ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী
নাচোলে ৮৯টি প্রাইমারী স্কুলে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

নাচোলে ৮৯টি প্রাইমারী স্কুলে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন/২০২২ সম্পন্ন হয়েছে।

সরেজমিনে দেখা গেছে প্রতিটি বিদ্যালয়ে ব্যানার, পোস্টার ও ফেস্টুন দিয়ে নির্বাচনী কেন্দ্র সাজানো হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রদান করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার বলেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শতভাগ ভর্তি ঝরেপড়া রোধে সারা দেশের ন্যায় নাচোল উপজেলার ৮৯ টি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন/২০২২ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) আয়োজনে ২ জুন বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ভোট প্রদান করেন।

এদিকে নাচোল ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে ভোট গ্রহণের দৃশ্য লক্ষ্য করা গেছেে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক বলেন ৭ টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পদগুলো হলো, পুস্তক শিখন সামগ্রী, স্বাস্থ্য,  ক্রিড়া ও সাংস্কৃতিক, পানি সম্পদ, বৃক্ষরোপণ বাগান তৈরি, অভ্যর্থনা ও আপ্যায়ন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আবরার সাদিক, প্রিজাইডিং অফিসার হিসেবে দুইজন, পোলিং অফিসার চারজন এবং আনসার আটজন শিক্ষার্থী দায়িত্ব পালন করেন।

মোট ১৫২ জন ভোটারের মধ্যে ১৪৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার আবরার সাদিক ৭ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সিয়াম আহমেদ সর্বোচ্চ ১০৬ ভোট পেয়ে বিজয়ী হন ।

এদিকে ভোটগ্রহণ চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ একটি টিম নিয়ে ভোটগ্রহণ পরিদর্শন করেন।

তিনি বলেন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । এতে স্থানীয় জনসাধারণ, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিপুল আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, বিজয়ী প্রার্থীরা শতভাগ শিক্ষার্থী ঝরেপড়া রোধে কাজ করতে শিক্ষকদের সাথে সহযোগিতা করে থাকবেন।

এছাড়া গণতন্ত্রের চর্চা ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রত্যয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.