শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:১৩ pm
নিজস্ব প্রতিকবদক, চারঘাট : আগামী ১৫-২১ জুন পর্যন্ত হতে যাওয়া জনশুমারী ও গৃহগননা কার্যক্রম বিষয়ে দেশের বিভিন্ন স্থানে অবহতিকরণ সভা অনুষ্ঠত হয়েছে।
তারই অংশ হিসাবে রাজশাহীর চারঘাট উপজেলায় স্থায়ী শুমারি পরিচালনায় কমিটির অবহতিকরণ সভা উপজেলা পরিসংখ্যন কার্যালয় আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও সৈয়দা সামিরার সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যন কর্তকর্তা সৈয়দ কামাল উদ্দিন হায়দার।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন, জনশৃমারি আমাদেও কাছে নতুন কিছু না। প্রতি দশ বছর পর পর এই শুমারি কাজটি হয়ে থাকে। তবে এবার বিষয়টি হলো নতুন ডিজিটাল জনশুমারি।
জনশুমারী ও গৃহগননা কার্যক্রম বিষয়ে সুষ্ঠু পরিচালনা লক্ষ্যে সকল নাগরিকদের নির্ভুল তথ্য প্রদান করা ও তথ্যে সংক্রান্ত বিষয়ে জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে সহযোগিতার অনুরোধ জানান উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। আজকের তানোর