সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৭ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে বিএনপির পার্টি অফিসে থানা মসজিদের ইমামের নেতৃত্বে মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বর্তমান সরকার ক্ষমতাচ্যুত হবার পাশাপাশি আগামীতে বিএনপি যেন ক্ষমতায় আসে এ লক্ষ্যে দীর্ঘ সময় ধরে মোনাজাতে ফরিয়াদ করেন ঈমাম। এহেন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি থানা মসজিদের সভাপতি ওসি কামরুজ্জামান মিয়া অবগত হয়ে মামুনুর রশিদকে ঈমাম পদ হতে অব্যহতি দেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আজ (১ জুন) বুধবার সকাল ১১টায় এপ্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন মামুনের সহচর ডা: আব্দুল হান্নান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি গেলো ৩০ মে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তানোর বিএনপির কুঠিপাড়াস্থ পার্টি অফিসে বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত ও সভা পরিচালনায় নেতৃত্ব দেন তানোর থানা মসজিদের পেশ ইমাম মামুনুর রশিদ। তাঁর বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা সদরে। পিতার নাম সাইফুদ্দিন। তিনি বেশ কয়েক বছর ধরে তানোর থানা মসজিদে ইমামতি করেন। কুঠিপাড়া মহল্লায় পরিবার নিয়ে থাকেন তিনি। এসুযোগে স্থানীয় ভাবে বিএনপির সভা সমাবেশে দাওয়াত পানও মামুন। ফলে বিএনপি মতাদর্শী হয়ে গেছেন তিনি।
এ সভায় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তানোর পৌর বিএনপির সভাপতি একরাম মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও বিএনপি নেতা শরিয়তুল্লাহ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী।
এবিষয়ে মামুনুর রশিদ বলেন, তিনি কেন বিএনপির পার্টি অফিসে মরহুম জিয়াউর রহমানের দোয়া মাহফিলে ও আলোচনা সভায় যোগ দেন। একারণে তাকে মসজিদের ইমামতি পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
তবে, এব্যাপারে থানা মসজিদের সভাপতি ওসি কামরুজ্জামান মিয়ার কাছে মোবাইলে জানতে চাওয়া হলে তিনি এপ্রতিবেদককে পাকড়াও করে বলেন, থানা স্টাফদের নিজস্ব অর্থায়নে মসজিদে ইমাম রাখা হয়। এখানে কাকে রাখবো না রাখবো আমার ব্যক্তিগত ব্যাপার। এনিয়ে আপনি কইতে পারেন না বলে উত্তেজিত হন ওসি।
তিনি আরও বলেন, মসজিদ কমিটি মনে করেছে এই ঈমাম প্রয়োজন নেই। তাই মামুনকে ঈমামের দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে নতুন ঈমাম নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিটি বলে জানান ওসি। আজকের তানোর