সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৫ pm
আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাংসদ ফারুক চৌধুরী বলেন, তোমরাই আগামীর ভবিষ্যৎ। নিজেকে ভালো মেধাবী ছাত্র হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। নৈতিকতা নিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। হয় তো তোমাদের মাঝ থেকেই কেউ ডাক্তার, কেউ ইন্জিনিয়ারি হবে। আবার কেউ রাজনীতি বিদ হবে। এজন্য পড়ার টেবিলে মনোযোগ দিতে হবে।মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠতে হবে।
আগামীর বিশ্ব চ্যালেন্জিং। বাল্যবিয়ে মাদক থেকে দুরে থাকতে হবে। রাজশাহীর তানোর উপজেলার বনকেশর ব্রীজঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। তিনি শিক্ষার্থীদের আরো বলেন, তোমরাই বলেছ আমাদের উত্তর সুরিরা এই স্কুলে চাটাই ও বেড়ার ঘরে পড়াশোনা করেছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই শিক্ষা প্রতিষ্ঠানে চার তলা বিশিষ্ট আধুনিক ভবন হচ্ছে। যারা এসএসসি পরিক্ষা দিবা তোমাদের সময় এখন অনেক মুল্যবান। কোন ভাবেই সময় নষ্ট করা যাবে না। আগামীর বিশ্ব শিক্ষিত ছাড়া কোন মুল্য থাকবে না। আধুনিক বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষা থাকলে কাজের অভাব নেই।
সাংসদ আরো বলেন, বছরের প্রথম দিনে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে চলে বিনা মূল্যে বই উৎসব। একজন সন্তান যেমন তার মায়ের কাছে নিরাপদ, ঠিক বাংলাদেশও শেখ হাসিনা সরকারের কাছে নিরাপদ। অতীতে শিক্ষকদের বেতন ভাতা ছিল একেবারেই কম। কিন্তু বর্তমান সরকার তা কয়েকগুণ বাড়িয়েছে। পরিশ্রম করলে সফলতা আসবেই। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি এবং আগামী সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বনকেশর স্কুলের প্রধান শিক্ষক হামিদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, পাঁচন্দর ইউপির চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন,। অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, আবু বাক্কার শিক্ষা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবর রহমান, কলমা ইউপির সাবেক চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমান।
এছাড়াও জেলা যুবলীগের সহসভাপতি আবু রায়হান তপন, সহসম্পাদক বদিউজ্জামাল নয়ন, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মাদ আলী বাবু, প্রভাষক মুনসেফ আলী, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা রামিল হাসান সুইট, কলমা ইউপি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুল মুমেনিন রিয়াদ, ইউপি সৈনিক লীগের সাধারণ সম্পাদক তানভীর, মেহেদী, বেলাল ও দুলাল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক। এসময় স্কুলের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামিম হোসেন। আজকের তানোর