রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:০০ pm
মো. শাকিল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) :
নওগাঁর নিয়ামতপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মে সোমবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে নিয়ামতপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার জহুরুল ইসলাম।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে নিয়ামতপুর আনসার ও প্রতিরাক্ষা বাহিনীর উপজেলা সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা আনসার-ভিডিপি অফিসার জাহাঙ্গীর আলম ও প্রশিক্ষক মোজাম্মেল হক।
সমাবেশে প্রধান অতিথি আনসার সদস্যদের দেশের আইনশৃংখলা রক্ষায় ভুমিকার কথা তুলে ধরেন বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আনসার সদস্যদের আরও দ করা হচ্ছে। নতুন আনসার সদস্য গ্রহণের মাধ্যমে বেকারত্ব দুর হচ্ছে। আনসার সদস্যদের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ চলমান রয়েছে।
সমাবেশ শেষে এলাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কার্যক্রমে ভুমিকা রাখায় পুরস্কার হিসেবে বাইসাইকেল, সেলাই মেশিন ও সুপ সেট প্রদান করা হয়। আজকের তানোর