শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪০ pm
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণীর বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বিদ্যালয় চত্বরে বিদায় সংবর্ধনা উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথি বলেন, লেখাপড়া করে পিতা-মাতার মুখ উজ্জল করতে হবে। ভালো ফলাফল করতে গেলে লেখাপড়া করতে হবে। লেখাপড়ার বিকল্প নেই। লেখাপড়া শেষে দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত লেখাপড়া করা। সুন্দর ভাবে পরীক্ষার কেন্দ্রে গিয়ে সবাইকে পরীক্ষা দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়ুব আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক রিয়াজ উদ্দীন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, সহকারী শিক্ষক এস.এম বছির উদ্দীন, শিক্ষার্থীদের মধ্যে আবির মাহমুদ, মুসফিকা নাজনীন সনিয়া, লিমা খাতুন, সুর্বণা খাতুন, ইসতিয়াক আহম্মেদ প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
চলতি বছর সাঁইপাড়া উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও ভোকেশনাল হতে মোট ৬৯ জন পরীক্ষায় অংশ নেবেন। সেই সাথে উভয় শাখা হতে ৬ষ্ঠ শ্রেণীর ৮৮ নবীণ শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
এছাড়াও অত্র বিদ্যালয় থেকে গত বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে সভাপতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।