শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, সময় : ০৫:৩৩ am
আন্তর্জাতিক ডেস্ক :
২৩ বছর বয়সেই ১১ সন্তানের মা হয়েছেন রাশিয়ান তরুণী ক্রিস্টিনা উজটার্ক। তরুণী এই মায়ের স্বপ্ন ১০০ সন্তানের মা হওয়ার।
ক্রিস্টিনার ১১ সন্তানের মধ্যে ১০ জনেরই জন্ম হয়েছে অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে।
ছয় বছর আগে তার নিজের গর্ভে জন্মেছে একটি কন্যাসন্তান। তারপর তার পরের সব সন্তান অন্য নারীর গর্ভে বেড়ে উঠেছে। স্বামী গালিপ উজটার্কের সাথে স্থায়ী ভাবে বাস করেন জর্জিয়ায়। জর্জিয়ায় গর্ভ ভাড়া বেআইনি নয়।
এছাড়া জর্জিয়ায় বড় হোটেল ব্যবসায়ি স্বামী আর্থিকভাবে বেশ সচ্ছল।তাই এই দম্পতির অর্থের কোনো অভাব নেই। ক্রিস্টিনাসহ তার স্বামীও বাচ্চা খুব ভালোবাসেন। তাদের দুজনেরই আশা ঘর ভর্তি সন্তান থাকবে। সূত্র : এফএনএস। আজকের তানোর