রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩২ pm
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : জাতীয় শিক্ষা সপ্তাহে কারিগরি শাখায় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হলেন বাগমারার আলাউদ্দিন। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ আদর্শ মহিলা টেকনিক্যাল ভোকেশনাল স্কুল এন্ড বিএম কলেজের ট্রেড ইনস্ট্রাক্টর এগ্রোবেসডফুড পদে কর্মরত।
এর আগে তিনি উপজেলা পর্যায়ে কারিগরি শাখায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে গত ১৮ মে বাগমারা উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভবানীগঞ্জ আদর্শ মহিলা টেকনিক্যাল ভোকেশনাল স্কুল এন্ড বিএম কলেজের শ্রেনী শিক্ষক আলাউদ্দিনকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষনা করা হয়।
অপর দিকে গত ২৪ মে রাজশাহীতে জেলার ৯টি উপজেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল্যায়ন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯টি উপজেলায় শিক্ষকদের মূল্যায়নে ভবানীগঞ্জ মহিলা টেকনিক্যাল ভোকেশনাল স্কুল এন্ড বিএম কলেজের শিক্ষক আলাউদ্দিনকে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসেবে মূল্যায়ন করা হয়।
রোববার বিষয়টি উপজেলা পর্যায়ে প্রকাশ করা হয়েছে। আলাউদ্দিন শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উৎসব পালন করতে দেখা যায়। আজকের তানোর