সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০২ pm
আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক : রাজশাহীর তানোরে কিছুতেই থামছে না কৃষি জমিতে পুকুর খনন। একের পর এক কৃষি জমিতে হতেই আছে পুকুর। এবার উপজেলার পাঁচন্দর ইউপির কচুয়া মাহানপুর কৃষি জমিতে পুকুর খনন করছেন ওই গ্রামের প্রভাবশালী নওশাদ আলী।
ভূমি আইন অমান্য করে দাপটের সাথে ফসলী জমির শ্রেণি পরিবর্তন না করেই হচ্ছে পুকুর খনন। যে ভাবে পুকুর খনন শুরু হয়েছে, তাতে করে আগামীতে খাদ্য ঘাটতির আশঙ্কা করছেন কৃষিবিদরা। এতে করে কৃষি জমি রক্ষার্থে ভুমি প্রশাসনের কঠোর ভুমিকা পালনের আহবান জানান কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার কচুয়া মাহানপুর হাট পার হয়ে রাস্তার দক্ষিণে রয়েছে ছোট কুড়ি। তার পশ্চিমে আছে কৃষি জমি ও মুরগির খামার। ওই কৃষি জমিতে পুকুর খনন করছেন প্রভাবশালী নওশাদ। জমিতে ধান কেটেই শুরু করেন পুকুর খনন।
সেখানেই বসে ছিলেন নওশাদ। তিনি জানান, আমার নিজের জমিতে পুকুর না খামার করব সেটা একান্ত আমার ব্যাক্তিগত ব্যাপার। কিসের অনুমতি আর কিসের শ্রেণী পরিবর্তন। ওই সব বুঝিনা, বুঝতেও চায় না বলে দম্ভোক্তি করেন তিান।
তার এক ছেলে বলেন, জমিতে কি করব সেটার জন্য কেন অনুমতি লাগবে। স্হানীয়রা জানান, নওশাদ পুকুর খনন করে কাঁদা মাটি পাকা রাস্তার উপরে রাখছে। বৃষ্টি হলেই ওই কাঁদাতে দূর্ঘটনা ঘটছে। তাকে বললে বিভিন্ন ধরনের তালবাহানা করছেন। তার জমিতে পুকুর হলে প্রচুর জলাবদ্ধতার মধ্যে পড়বে জনসাধারণ।
এব্যাপারে উপজেলার মুন্ডুমালা ভুমি অফিসের তহসিলদার রবিউল ইসলাম জানান, কৃষি জমিতে পুকুর খননের কোন সুযোগ নেই। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজকের তানোর