সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৪ pm
আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক : ট্রেন্ডার বা বিক্রি না করে কলেজগাছের আম সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন অধ্যক্ষ অসীম কুমার সরকার। শনিবার (২৮ মে) দুপুরে রাজশাহীর তানোর পৌরসভা টিবিএম কলেজের ৫টি আম গাছের মধ্যে ২টি গাছের আম নামিয়ে বিতরণ করা হয়।
এসময় কলেজ অধ্যক্ষের হাত থেকে আম পেয়ে শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন। এ নিয়ে ভোকেশনাল শাখার দশম শ্রেণির ছাত্র আবদুল্লাহ, তহমিনা, বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র লক্ষণ, আমিনুল ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থী সোনিয়া খাতুন, বিজলী টুডুসহ একাধিক শিক্ষার্থীরা জানান, ‘অধ্যক্ষ স্যারের এমন উদ্যোগে আমরা অভিভূত। আজকাল শিক্ষা প্রতিষ্ঠানের আমগাছ প্রায় ট্রেন্ডার বা বিক্রি করে দেয়া হয়। সেখানে আমাদের অধ্যক্ষ স্যার আমাদের কলেজ গাছের আম আমাদের মাঝে বিতরণ করে দিয়েছেন। এটা আমাদের খুব ভালো লেগেছে। এমন উদ্যোগ যেন আগামীতেও অব্যাহত থাকে এমনটি আশা করছি আমরা।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আনিছুজ্জামান ও ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল ইসলাম, প্রদর্শক ইকবাল হোসেনসহ একাধিক শিক্ষক-কর্মচারী বলেন, সত্যিই অধ্যক্ষ স্যারের এটি একটি সুন্দর উদ্যোগ। আগে কখনও এমনভাবে কলেজ গাছের আম সবার মাঝে বিতরণ করা হয়নি। এতে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে সর্ম্পক আরও ভালো হবে।
এব্যাপারে কলেজ অধ্যক্ষ অসীম কুমার সরকার বলেন, ‘কলেজের আমগাছ তাই কলেজের সকলের খাওয়ার অধিকার আছে বলেই আমি মনে করি। আর সবাই মিলে মিশে এই আম খাওয়ার মধ্যে মজাই আলাদা। বাঁকি আম গাছগুলোর আমও একইভাবে বিতরণ করা হবে বলে জানান অধ্যক্ষ।