সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৫ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর তানোরে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ -এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ মে) মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তানোর জেলা পরিষদ হলরুমে ‘উগ্রবাদ প্রতিহতকরণ নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ’ নামক দিন ব্যাপী সেন্সিডাইজেশন্স কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অত্র উপজেলার ৬টি ইউনিয়ন এবং দুটি পৌরসভার পিপিএফ সদস্য, ধর্মীয় ও সমাজের বিভিন্ন পর্যায়ের নেতা এবং উপজেলা স্টান্ডিং কমিটির সদস্যদের উপস্থিতিতে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জয়নাল আবেদীন ও প্রোগ্রাম অফিসার শফিউল আওয়াল। শুভেচ্ছা বক্তব্যদেন, মানব কল্যাণ পরিষদের প্রজেক্ট ম্যানেজার মুনিরা পারভীন।
উক্ত অনুষ্ঠানে ২৪ জন বিভিন্ন ধর্মীয় নেতা এবং উপজেলা স্টান্ডিং কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগণ দিনব্যপি কর্মশালায় অংশগ্রহন করেন। আজকের তানোর