বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am

সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা, যা বলছেন মেলানিয়া নেপালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা তানোরে টিসিএফের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রাজশাহীতে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার দুর্গাপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা একাদশে শামসুন্নাহার জুনিয়রকে নিয়ে নামছে বাংলাদেশ দুইদিন পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রাজশাহীসহ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মোহনপুরে সাংবাদিকদের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রচারণা পুলিশ কর্মকর্তা বিজয়-উৎপলকে পেলে মিলবে ডা.কাজেম খুনের রহস্য নগরীতে ১০ পুলিশসহ ৫২ জনের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর মামলা দুর্গাপুরে শ্যামপুরবাসীর উদ্যোগে তাফসিল কুরআন মাহফিল রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালী-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন ভিপি নুর ২০ জন আওয়ামীপন্থি সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া গুলি উদ্ধার রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নগরীতে সড়ক দূর্টনায় শিশুর মৃত্যু, ছাত্র-জনতা বাস ভাঙচুর তানোরে জামায়াতে ইসলামীর আলোচনা ও প্রতিবাদ সভা
মুক্তিযোদ্ধা ভাতা ১২ হাজার থেকে ২০ হাজার টাকা হচ্ছে

মুক্তিযোদ্ধা ভাতা ১২ হাজার থেকে ২০ হাজার টাকা হচ্ছে

ডেস্ক রির্পোট : বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিকে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ‘উপহার’ বলছে সরকার। সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে দেওয়ার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভাতা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের গৃহ থাকবে না, তারা কষ্ট করে থাকবে, এটি অন্তত আমি যখন সরকারে আছি, তখন হতে পারে না।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে খাবে, ঘর থাকবে না, তাদের ছেলেমেয়েরা অবহেলিত হবে, এটি আমি মানতে পারি না। কারণ তাদের অবদানেই তো আমাদের আজকের স্বাধীনতা। আজকে আমরা যে যা কিছু হচ্ছি, যত সম্পদ যে যা কামাচ্ছি, সবই তো তাদের অবদানের জন্য।

মুক্তিযোদ্ধা ভাতা চালু করার স্মরণ করে সরকারপ্রধান বলেন, মুক্তিযোদ্ধা ভাতা যখন আমরা চালু করি, তখনকার সময়ের পরিপ্রেক্ষিতে আমরা মাসিক ৩০০ টাকায় শুরু করেছিলাম, আজকে তা ১২ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।  তবে আমি মনে করি, এই সময়ে ১২ হাজার টাকা কিছুই না।

ভাতা ২০ হাজার টাকা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি ইতোমধ্যে আমাদের কল্যাণ ট্রাস্ট বোর্ডের মিটিং ছিল। আমরা নিচের যে কয়টা স্লট আছে, সেগুলো এক জায়গায় নিয়ে এসে ২০ হাজার টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব।

সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগবে জানিয়ে তিনি বলেন, বাজেটে সব কিছু ব্যবস্থা করতে একটু সময় লাগবে। তবে এটি আমরা করে দেব।

তিনি জানান, এখন শহীদ পরিবার মাসে ৩০ হাজার টাকা করে, যুদ্ধাহত পরিবার ২৫ হাজার করে, বীরশ্রেষ্ঠ শহীদের পরিবার ৩৫ হাজার টাকা করে, বীর উত্তম খেতাবধারীরা ৩০ হাজার টাকা করে, বীর বিক্রম খেতাবধারীরা ২০ হাজার টাকা করে এবং বীরপ্রতীক খেতাবধারীরা ১৫ হাজার টাকা করে ভাতা পায়।

এই ভাগগুলো না রাখার পরিকল্পনা জানিয়ে শেখ হাসিনা বলেন, হয়তো যারা বীরশ্রেষ্ঠ তাদেরটি একটু আলাদা থাকবে বা বীর উত্তম তাদের আলাদা আছে। কিন্তু আমি মনে করি বাকি সবাইকে একসঙ্গে দেওয়াটা ভালো। কারণ সবাই তো মুক্তিযুদ্ধই করেছেন।

ওসমানী স্মৃতি মিলনায়তনে থেকে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধারা। সূত্র : যুগান্তর। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.