মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১১:১৫ pm
ডেস্ক রির্পোট : জয়পুরহাট সদর উপজেলার জামালপুর-চান্দা এলাকায় প্রকাশ্য দিবালোকে একটি এজেন্ট ব্যাংকের ম্যানেজার আবুল হোসেনের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১৩ লাখ টাকা এবং ছিনতাইকালে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটকরা হলো- জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার রফিকুল ইসলামের ছেলে শাসসুজ্জোহা, আমতলী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে জামিউল ইসলাম মিন্টু ও ইসলামী এজেন্ট ব্যাংকের গাড়িচালক সুমন। আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক নানা অপরাধের মামলা রয়েছে।
সোমবার দুপুরে এক প্রেস ব্রিফ্রিংয়ে এ তথ্য জানান জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি সাংবাদিকদের জানান, রোববার দুপুরে জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার আবুল হোসেন লেনদেনের জন্য জয়পুরহাট প্রধান শাখা থেকে ১৩ লাখ টাকা তুলে (উত্তোলন করে) তার জামালগঞ্জ অফিসে ফিরছিলেন। ওই সময় জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট-আক্কেলপুর সড়কের ‘জামালপুর-চান্দা’ নামক স্থানে দুটি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তার পথ রোধ করে এবং চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১৩ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
আবুল হোসেন তখন চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে ওই টাকার ব্যাগসহ শাসসুজ্জোহা ও জামিউল ইসলাম মিন্টু নামে ২ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করলেও অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ইসলামী এজেন্ট ব্যাংকের গাড়িচালক সুমনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্য ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে। সূত্র : যুগান্তর