রবিবর, ২২ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৯:১৯ pm

সংবাদ শিরোনাম ::
দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন
তানোরে উচ্ছেদ হওয়া ২৮ পরিবারের আশ্রয়হীন মানবেতর জীবন-যাপন

তানোরে উচ্ছেদ হওয়া ২৮ পরিবারের আশ্রয়হীন মানবেতর জীবন-যাপন

নিজস্ব প্রতিবেদক : খাস জমি ভেবে এক এক করে ১০ বছরে তীলে তীলে ২৮ টি পরিবার গড়ে তুলেছিলেন ঘর বাড়ি। ছোট্র স্থানটিকে একটি ছোট্র পরিচ্ছন্ন মহল্লা হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাথা গোজার ঠাই হয়েছিলো ২৮ টি পরিবারের প্রায শতাধীক মানুষের।

সেই ঘর বাড়ি থেকে উচ্ছেদ হওয়া ২৮টি পরিবার এখন গৃহহীন ও আশ্রয়হীন হয়ে চরম হতাশা আর অনিশ্চিত ভবিৎতের মধ্যে আশ্রিত হয়ে কেউ ঠাই নিয়েছেন আত্নীয়ের বাড়িতে কেউ স্কুলের বারান্দায় কেউ আবার গ্রামের মানুষের বাড়ির বারান্দায়।

আর বার বারই ছুটে আসছেন ১০ বছর ধরে বসবাস করা সেই গুড়িয়ে দেয়া বসতবাড়ির দিকে আর কান্নায় বেঙ্গে পড়ছেন তারা। তাদের বুক ফাটা বোবা কান্না আর আর্তনাথ মাথা গোজার ঠাইয়ের জন্য।

বলছিলাম রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর বেলপুকুর গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুসলমানসহ ২৮ পরিবারের কথা।

গত ১৮ জুন আদালতের একটি আদেশে তাদের গৃহহীন করে উচ্ছেদ করা হয়। এহেন পরিস্থিতিতে গৃহহারা হয়ে গত চারদিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে দরিদ্র পরিবারগুলো।

প্রত্যক্ষদর্শি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর মৌজার- জেল নম্বর ৯৮, আরএস খতিয়ান নম্বর ১২৯ ও আরএস ১২৩৪ নম্বর দাগে প্রায় এক একর ৬৪ শতক ধানী জমি রয়েছে।

২০১২ সালের প্রকাশিত গেজেটে নিন্ম তফসিলভুক্ত সম্পত্তি খাস (ভিপি) বলে গেজেট প্রকাশ হয়।নীতিমালা অনুযায়ী খাস সম্পত্তি রেজিস্ট্রি বা বিক্রির কোনো সুযোগ নেই।

প্রকাশিত গেজেটের সুত্র ধরেই বিভিন্ন এলাকার ৩০টি ভূমিহীন পরিবার সেখানে বসতি গড়ে তুলে প্রায় ১০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

ভুক্তভোগী গৃহহীনরা অভিযোগ বলেন, উপজেলার কৃষ্ণপুর গ্রামের লাল মোহাম্মদের পুত্র দেলোয়ার হোসেন আদালতে উচ্ছেদ মামলা করে একতরফা রায় নিয়েছেন।

তবে, ভূমিহীনরা বিষয়টি জানার পর ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। যা এখানো চলমান আছে। অসহায় হয়ে পড়া এই পরিবারের পাশে এখন কেউ নেই। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.