শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৮ pm
ডেস্ক রির্পোট : দীর্ঘ দশ বছর পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের আগামী ২৩ মে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃনমুল নেতারা চায় কর্মীবান্ধব নেতা। তাই অনেক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে নেতা কর্মীদের মাঝে।সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে বেলকুচি উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর আ. লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে।
ইতিমধ্যেই বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তিনজন, সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সাতজন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন সিরাজগঞ্জ ৫(বেলকুচি-চৌহালী)জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, সাবেক পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি পৌরসভার ৪ নং ওয়ার্ডের প্যালেন মেয়র ইকবাল হোসেন রানা।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগ এর বর্তমান সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল হামিদ আকন্দ, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফজলুল হক ভাসানী, মাহমুদুল হাসান সেলিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বনানী থানা আওয়ামীলীগ।সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক।
সম্মেলনকে ঘিরে তৃনমুলের নেতা মীর্জা মোলায়মান হোসেন বলেন, আমরা তৃনমুলে কাজ করি। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আমরাই কর্মীদের পাশে থাকি। এবারের সম্মেলনে আমরা কর্মীবান্ধব নেতা নির্বাচিত করতে চাই। যে নেতা কর্মীদের সুখে দুখে পাশে থাকে দলেন সকল কর্মকান্ডে নিজের নেতৃত্বকে ফুটিয়ে তোলে তাকেই আমরা চাই। কোন বসন্তের কোকিলকে বা হাইব্রিটকে আমরা নির্বাচিত করবোনা।
জেলা আওয়ামীলীগের সভাপতি গাজী কে এম হোসেন আলী হাসান বলেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হবে তৃনমুল নেতা কর্মীদের চাহিদা মোতাবেক। তারা যেমন নেতা চাইবেন যাকে পছন্দ করেন তাকেই তারা নির্বাচিত করবেন। যাতে আগামী নির্বাচনে দল আরো শক্তিশালি রুপে কাজ করতে পারে। আগামী ২৩ মে সম্মেলন অনেক সুন্দর পরিবেশের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হবে।
সম্মেলন সম্পন্ন করার জন্য সিরাজগঞ্জ জেলা আ:ওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুঁইয়াকে প্রধান করে, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ এইচ এম খাইরুজ্জামান লিটন। আরো উপস্থিত থাকবেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ। সূত্র : পদ্মাটাইমস