শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০৪ am
নিজস্ব প্রতিবেদক : হেরোইন সেবনের সময় রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে শাওন পুলিশের হাতে গ্রেফতারের পর উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সেই সঙ্গে জেলার গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই কমিটি বিলুপ্ত করার কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্তে তানোর উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। তানোর উপজেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটির কার্যকারিতা ছিল না। একই কারণ দেখিয়ে পৃথক বিজ্ঞপ্তিতে গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ। গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের কতিপয় নেতার কার্যক্রম নিয়েও বিতর্ক ছিল।
এদিকে তানোর ও গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের চলতি মাসের ২৩ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে জীবনবৃত্তান্ত জেলা ছাত্রলীগ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌর এলাকার একটি বাড়িতে হেরোইন সেবনকালে তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন অপর দুই ছাত্রলীগ কর্মীসহ পুলিশের হাতে গ্রেফতার হন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। এর পরপরই জেলা কমিটি তানোর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আজকের তানোর