মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:০৬ pm
মৃতের ভাতিজা নিয়ামতপুর উপজেলার মুন্দিখৈইর গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে বাবলু তিনি অভিযোগে বলেন, তার আপন চাচা তোজাম্মেল হক তজলু (৫০) গত ৭ ফেব্রুয়ারি রোববার রাতে নাচোল উপজেলার ভেরেন্ডী বাজার থেকে নিখোঁজ হন। পরে ভেরেন্ডী বাজারের মোবাইল টাউয়ারের পাশ থেকে একটি পরিত্যক্ত রিং পাটের ভিতর থেকে তজলুর মৃতদেহ উদ্ধার করা হয়।
ওইদিন বিকেলে তজলুকে তড়িঘড়ি করে বেনীপুর সুকতলা পাড়ায় দাফন করা হয়। দাফনের পূর্বে তজলুর স্ত্রী ও সন্তানদের কাছ থেকে ইউপি সদস্য মোমিনুল ইসলাম সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছেন বলে তিনি এ প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন।
মৃতের ছেলে সুমন জানান, তার বাবা তজলুকে গোসল করার সময় বাম পা ও বাম হাত এবং সামনের দাঁত ভাঙ্গা ছিলো। এব্যাপারে তার চাচাতো ভাই বাবলুকে সঙ্গে নিয়ে গত বুধবার সন্ধ্যায় নাচোল থানায় মামলা করতে গেলে ওসি সেলিম রেজা মামলাটি গ্রহন না করে আদালতে মামলা করার পরামর্শ দেন।
ফলে, গত সোমবার মৃতের ভাতিজা বাবলু বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে এজাহার হিসেবে গণ্য করার জন্য ওসি নাচোল থানাকে নির্দেশ প্রদান করেছেন।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতের কপি হাতে পাওয়া যায়নি। তবে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের তানোর