একেএম বাবু, নিজস্ব প্রতিবেদক : ভালো কাজের স্বীকৃতি হিসেবে রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়াকে পুরস্কৃত করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে পুরস্কৃত করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে সোমবার দিনব্যাপী ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত এপ্রিল মাসের আইনশৃঙ্খলা, পলাতক আসামি উদ্ধার, মাদক উদ্ধার ও চৌকস কাজসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে অর্থ পুরস্কার দেয়া হয় ওসিকে।
পুলিশ সুপার ওসি কামরুজ্জামানের হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কারের পাশাপাশি যেকোনো মন্দ কাজের জন্য কঠোর শাস্তি প্রদানের বিষয়টি পুলিশ সদস্যদের স্মরণ করিয়ে দেন এসপি।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ভালো কাজের মূল্যায়নে পুরষ্কারটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন হয়েছে। এই অর্জন ও সফলতার অংশীদার সবাই। তানোর থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রেখে সব ধরণের অপরাধ কমিয়ে আনতে সার্বক্ষণিক কাজ করে যাবো, ইনশাল্লাহ। আজকের তানোর