রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৩ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪; সাব-কম্পোনেন্ট ২.৫)-এর আওতায় শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শনিবার বেসরকারি সংস্থা নেক্সডোর হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক, জনাব দিলীপ কুমার সরকার. সূর্য কুমার অধিকারী, সহকারী উপজেল শিক্ষা অফিসার, নওগাঁ সদর, নওগাঁ। ১২দিনের শিক্ষক-সুপার ভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শিহাব রায়হান।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নওগাঁ’র সহকারী পরিচালক, দিলীপ কুমার সরকার আউট অব-স্কুলচিলড্রেন এডুকেশন কর্মসূচি লক্ষ্য, উদ্দেশ্য সহ বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি প্রধান অতিথি, খালিদ মেহেদী হাসান, পিএএ, জেলা প্রশাসক, নওগাঁ এবং অনুষ্ঠানের সভাপতি, নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, (শিক্ষা ও আইসিটি) মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীদিনে উক্ত কর্মসূচিবাস্তবায়নে নির্দেশনা, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

ঝরেপড়াএবং বিদ্যালয়বহির্ভূত শিশুদের শিক্ষা সাথে যুক্ত করার মধ্যদিয়ে আগামীদিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে উপানুষ্ঠানিকশিক্ষাব্যুরো’রঅধীনআউটঅব স্কুলচিলড্রেন এডুকেশন কর্মসূচি বাস্তবায়নে কারিতাস বাংলাদেশ লিড এনজিও হিসেবে নওগাঁ জেলার ১০টি উপজেলায় এ কর্মসূচী বাস্তবায়ন সহায়ক সংস্থা হিসেবে কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে সেল্ফ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, ঢাকা, রানীনগর এবং দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা, মান্দা উপজেলায় পার্টনার এনজিও হিসেবে কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক, নওগাঁ খালিদ মেহেদী হাসান, পিএএ বলেন মানুষ হিসেবে প্রত্যেকের মর্যাদা রয়েছে। শিখনকেন্দ্রের সাথে যুক্ত প্রত্যেক শিশুই যাতে মানব মর্যাদা নিয়ে আনন্দ সহকারে শিখতে পারে সেই দায়িত্ব প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে নিতে হবে। সক্রিয়ভাবে প্রশিক্ষণ গ্রহণ এবং আন্তরিকতার সাথে পাঠদান নিশ্চিত করার জন্য প্রত্যেক অংশগ্রহণকারীদেরকে উদ্বাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি, মোঃ শিহাব রায়হান বলেন, প্রত্যেক শিশুই আলাদা। ঝরেপড়া, বিদ্যালয় বহির্ভূত, ও শিক্ষা বঞ্চিত শিশুরা আউট অব স্কুলচিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় দ্বিতীয়বার পড়াশুনার সুযোগ পেয়েছে। যাতে প্রত্যেকে শিশু এই কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার সাথে যুক্ত হতে পারে সেই দায়িত্ব আপনারা যারা শিখনকেন্দ্র পাঠদান করার জন্য দায়িত্ব পালন করছেন তাদেরকে নিতে হবে এবং এভাবেই তাদের জীবন উন্নত হবে।

উক্ত প্রশিক্ষণে বাস্তবায়ন সহায়ক সংস্থা কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের, আঞ্চলিক পরিচালকের পক্ষে প্রতিনিধিত্ব করেন ডেপুটি ম্যানেজার (মনিটরিং), দীপক এক্কা, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আউট অব স্কুলচিলড্রেন এডুকেশন প্রোগ্রাম প্রশান্ত রোজারিও বিশেষ সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানটি সংঞ্চালনা করেন জেলা প্রোগ্রাম ম্যানেজার, আউট অব স্কুলচিলড্রেনএডুকেশন প্রোগ্রাম, আবুল বাশার মোল্লাহ্। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.