মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫২ am
নিজস্ব প্রতিবেদক : টিসিবির ট্রাকসেলের প্রতি লিটার সয়াবিন তেল আগের দামেই বিক্রি হবে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কেনা যাবে ১১০ টাকায়। বুধবার (১১ মে) সন্ধ্যায় টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গেল ৫ মে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারে তেলের দাম বাড়ানো হয়। এ সময় খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা নির্ধারণ করা হয়। এর ফলে অনেকেই ধারণা করছিলেন যে টিসিবির ট্রাকসেলের তেলের দাম বাড়বে। তবে টিসিবি জানিয়েছে, জনস্বার্থে সয়াবিন তেল আগের দরেই বিক্রি হবে।
টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে নিম্ন আয়ের পরিবারকে সাশ্রয়ী এবং ভর্তুকী মূল্যে সারা দেশে সকল মহানগরী জেলা/উপজেলায় ট্রাকসেলে টিসিবি পণ্য বিক্রি করে থাকে। টিসিবি পরবর্তী ট্রাকসেল ১৬ মে থেকে শুরু হচ্ছে। তা ৩০ মে পর্যন্ত চলবে।
টিসিবির ট্রাকসেলে প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায়, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা এবং গত মাসের অবশিষ্ট ছোলা ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। একজন ভোক্তা একবারে ২ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ছোলা কিনতে পারবেন।