মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৫ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১১৪ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান চালান।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোজ্য তেল গোডাউনে মজুত রেখে তেলের দাম বাড়ানো এবং কৃত্রিম সংকট তৈরির কারণে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এরই অংশ হিসেবে বুধবার গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে মহানগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের মজিবুর স্টোর নামে একটি গোডাউন হতে ৪১ ব্যারেলে ৮ হাজার ৩৬৪ লিটার পামওয়েল তেল এবং ৭৩ ব্যারেলে ১৪ হাজার ৮৯৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
অবৈধভাবে ভোজ্য তেল মজুত করার অপরাধে মজিবুর স্টোরের মালিক মজিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, আমাদের কাছে তথ্য ছিল মজিবুর স্টোরে ভোজ্য তেল মজুত রাখা হয়েছে। প্রথমে তারা তেল রাখায় বিষয়টি অস্বীকার করলেও আমরা অভিযান চালিয়ে তেল জব্দ করি। এজন্য মজিবুর স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। আজকের তানোর