রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:২৪ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছেে।
মঙ্গলবার ১০ মে বেলা ১১ টায় উপজেলা চত্বরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদ ।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয় হতে প্রাপ্ত বরাদ্দ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা উপকরণের মধ্যে ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে । আজকের তানোর