শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৩ am

সংবাদ শিরোনাম ::
তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী
পশ্চিমাঞ্চল রেলে কাটা পড়ে বাড়ছে মৃত্যু

পশ্চিমাঞ্চল রেলে কাটা পড়ে বাড়ছে মৃত্যু

ডেস্ক রির্পোট : প্রতি বছর পশ্চিমাঞ্চল রেলে কাটা পড়ে মারা যাচ্ছে বহু মানুষ। এ জন্য পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকরা অরক্ষিত লেভেল ক্রসিংয়ের পাশাপাশি কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন। অবশ্য ক্রসিংগুলোর গেটম্যানদের দাবি, সিগন্যাল অমান্য করে তাড়াহুড়ো করে পারাপারের সময় ঘটছে বেশির ভাগ রেল দুর্ঘটনা।

গত ২৪ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবোঝাই নসিমনকে ধাক্কা দেয় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন। এতে নসিমনটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে কাটা পড়ে তিনজন। সিসিটিভি ক্যামেরায় উঠে আসে এ দুর্ঘটনার চিত্র।

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ নিয়ে গঠিত পশ্চিমাঞ্চল রেলওয়ে। এর অধীনে এক হাজার ৫৬৮ কিলোমিটার রেলপথে এক হাজার ২৩৯টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে ১ হাজার ২৮টি অরক্ষিত। আর সুরক্ষিত লেভেল ক্রসিংয়ের সংখ্যা মাত্র ২২১টি।

রেলওয়ে কর্তৃপক্ষ অরক্ষিত লেভেল ক্রসিংয়ের মধ্যে ৭৫৭টির অনুমোদন দিলেও আর্থিক সংকট ও জনবলের অভাবে সব কটিতে এখনো গেটম্যান নিযুক্ত করতে পারেনি। পথচারী ও যানবাহন চালকদের অভিযোগ, লেভেল ক্রসিংগুলোতে নিয়োজিত গেটম্যানদের অবহেলার কারণে ট্রেন দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল।

তবে ক্রসিংয়ের গেটম্যানদের দাবি, পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের বেখেয়ালি মনোভাব আর সিগন্যাল অমান্য করে লাইন পারাপারের কারণে ঘটছে অধিকাংশ দুর্ঘটনা।

এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলোর সামনে সতর্কতামূলক সাইনবোর্ড লাগানোর পাশাপাশি সবাইকে সচেতনভাবে পারাপারের অনুরোধ জানান বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ে জেনারেল ম্যানেজার আসীম কুমার তালুকদার।

রেলওয়ের দেওয়া তথ্যমতে, ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এক হাজার ১৯৯টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.