মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:৩৪ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত ইমরুল হক ৫ হাজার ৪১৫ ভোট বেশি পেয়ে মেয়রপদে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে মোট ১২ হাজার ৬৩২ ভোট পান। তার নিকটতম বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২১৭ ভোট। আর বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আব্দুল মালেক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২৪৫ ভোট।
আজ (১৪ ফেব্রুয়ারী) রোববার ভোটের দিন নির্ধারিত সময়ে উৎসব আমেজে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। পরে গণনা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও রিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো রাত সাড়ে ৮টার দিকে উপজেলা প্রশাসনের ভোটগ্রহণ কেন্দ্র থেকে (কট্রোলরুম) বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা দেন।
প্রসঙ্গ, আজ ১৪ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬৬৭ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৩৮ জন এবং নারী ১২ হাজার ৬২৯ জন।
১৩টি ভোট কেন্দ্রে ৬৮টি বুথ-এ ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মেয়রপদে ৩ জন ও নারী কাউন্সিলর পদে ১৪ জন ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে বলে জানান, রিটার্নিং কর্মকর্তা ইউএনও সুশান্ত কুমার মাহাতো। আজকের তানোর