বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৬:২২ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ফলে তিনি টানা তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হলেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৩৯ ভোট। আবুল কালাম আজাদ পৌরসভা আওয়াম লীগের সাধারণ সম্পাদক।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আবু নঈম শামসুর রহমান মিন্টু ভোট পেয়েছেন ৯০৩। ভোট গণনা শেষে প্রার্থীর এজেন্টের কাজ থেকে ভোটের এ ফলাফল পাওয়া গেছে।
এদিকে, ফলাফল ঘোষণার আগে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবু নঈম শামসুর রহমান মিন্টু ভোট প্রত্যাখান করে পুন:নির্বাচনের দাবি জানান। রোববার দুপুরে তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট প্রত্যাখান করেন। এ সময় তিনি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাইজার রহমান মন্ডল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, বিএনপি নেতা মুতাসিম বিল্লাহ প্রমুখ। আজকের তানোর